কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন-পর্ব ১



কসমিক মাইক্রোওয়েভ রেডিয়েশনে আমাদের মহাবিশ্ব

কসমোলজিক্যাল আবিষ্কারগুলোর মধ্যে অন্যতম গুরুপূর্ণ আবিষ্কার ছিল কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড রেডিয়েশন শনাক্ত করা যা সংক্ষেপে CMBR নামে পরিচিত।এটি বিগব্যাং এর কিছু পরই তাড়িতচৌম্বক তরঙ্গ হিসেবে বিকিরিত হয়।

প্রথমদিকে মহাবিশ্ব অসীম তরঙ্গদৈর্ঘের বিকিরণ নিঃসরণ করলেও মহাবিশ্বের সম্প্রসারণ তরঙ্গদৈর্ঘকে প্রসারিত করতে থাকে যা মাইক্রোওয়েভ তরঙ্গ হিসেবে আমরা শনাক্ত করতে পারি।

তরঙ্গদৈর্ঘ্য ও এর তুলনা

ধারণার ইতিহাসঃ

জর্জ গ্যামো

১৯৪৬ সালে জর্জ গ্যামো উপলব্ধি করলেন যে, যখন আমাদের মহাবিশ্বের বয়স ২০০ সেকেন্ড এরও কম ছিল, তখন এই মহাবিশ্বের তাপমাত্রা ১ বিলিয়ন কেলভিন এর চেয়েও বেশি ছিল।আর এই তাপমাত্রা, নতুন এবং প্রচন্ড ঘন এই মহাবিশ্বে দ্রুত নিউক্লিয়ার বিক্রিয়া ঘটানোর জন্য যথেষ্ঠ ছিল।

মহাবিশ্বের প্রথমদিককার অবস্থা(Early Universe)
আলফার,বেথে ও গ্যামো প্রকাশিত গবেষণাপত্র
যা alpha/beta/gamma paper নামে পরিচিত

এর ঠিক ২ বছর পর, রালফ আলফার(alpha) ,হ্যান্স বেথে(beta) এবং জর্জ গ্যামো(gamma), প্রস্তাব করেন যে (alpha/beta/gamma paper), মহাবিশ্বের শুরুর দিকের একটি নিউক্লিয়ার বিক্রিয়ার ধারাই বর্তমান মহাশ্বের হিলিয়াম পূর্ণতার কারণ ব্যাখ্যা করতে পারে।


মহাজাগতিক প্রাচুর্যের গ্রাফ
The Cosmic Abundance Graph

তবে পরবর্তীতে আলফার এবং বেথে বিস্তারিত গবেষণার পর দেখালেন যে গ্যামোর ধারণা ত্রুটিপূর্ণ ছিল।কারণ সফলভাবে ভারী নিউক্লিয়াস একত্রিত করতে বাঁধা ছিল কেবলমাত্র প্রোটন এবং নিউট্রন যোগ করা।                                                                                                                          

রালফ আলফার
                                     
হ্যান্স বেথে
                                                                              
গ্যামোর প্রস্তাব অনুযায়ী ৫ অথবা ৭ নিউক্লিয়নের কোন স্থায়ী নিউক্লিয়াস নেই যা  হিলিয়াম ছাড়া আর অন্য কোন ভারী পদার্থ গঠন করতে পারে।কিন্তু গবেষণায় দেখা গিয়েছিল মহাবিশ্বের শুরুর পর্যায়ে হিলিয়ামের সাথে  টিট্রিয়াম এবং  হিলিয়ামের সাথে  হিলিয়াম-৩ এর নিউক্লিয়ার ফিউসন বিক্রিয়ার মাধ্যমে কিছু পরিমাণে লিথিয়ামের স্থায়ী আইসোটোপ  লিথিয়াম-৭ গঠন করে।পাশাপাশি কিছু  বেরিলিয়াম গঠন করে যা পরবর্তীতে তেজস্ক্রিয় ক্ষয়ের মাধ্যমে আবার  লিথিয়াম-৭ গঠন করে।                                                                
                                                          
 

এরপর আলফার এবং বেথে ১৯৪৮ সালে একটি গবেষণা পত্র প্রকাশ করেন যেখানে তারা দেখান যে প্রারম্ভিক মহাবিশ্ব() অবশ্যই বিকিরণ দ্বারা পরিপূর্ণ ছিল যার অবশিষ্টাংশ কম তীব্রতার মাইক্রোওয়েভ পটভূমি হিসেবে শনাক্তযোগ্য।

বিভিন্ন টেলিস্কোপের প্রাপ্ত ডাটা থেকে  CMBR অনুযায়ী 
আমাদের মহাবিশ্ব


তথ্যসূত্রঃ 
নাসা, উইকিপিডিয়া,সাইন্স ডাইরেক্ট,Introduction to modern astrophysics, Astronomy-a physical perspective  । 


              

Cosmophysics-Bangladesh

Hi,i am an astronomy enthusiast and a student of Astrophysics.In this site,you can find articles about Physics,Astronomy,Astrophysics and Cosmology in bangla.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন