ম্যাজেলানিক ক্লাউডস




ম্যাজেলানিক ক্লাউডস হলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির সবচেয়ে বড় ২টি স্যাটেলাইট গ্যালাক্সি গ্যালাক্সিগুলো আমাদের কাছের প্রতিবেশীগুলোর মধ্যে অন্যতম


এগুলোর নামলার্জ ম্যাজেলানিক ক্লাউড” (LMC) এবং স্মল ম্যাজেলানিক ক্লাউড” (SMC)এগুলো ডরাডোএবংমেনসানক্ষত্রপুন্ঞ্জে অবস্হিতশুধুমাত্র দক্ষিণগোলার্ধ থেকে এদের খালি চোখেই রাতের আকাশে দেখা যায়

লার্জ ও স্মল ক্লাউড- Wikipedia 

পর্তুগিজ অভিযাত্রী ফার্ডিনান্ড ম্যাজেলানের স্বরনে এই স্যাটেলাইট গ্যালাক্সিগুলোর নাম করণ করা হয়পৃথিবী থেকে ক্লাউড দুটোর অবস্থান খুব কাছাকাছি মনে হলেও আসলে এরা পরস্পর থেকে ৭৫ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিত

লার্জ ম্যাজেলানিক ক্লাউড - NASA

লার্জ ম্যাজেলানিক ক্লাউড পৃথিবী থেকে লক্ষ ১৬ হাজার আলোকবর্ষ দূরে অবস্থিতএটি প্রায় ১৪ হাজার আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত

স্মল ম্যাজেলানিক ক্লাউড-NASA

অন্যদিকে স্মল ম্যাজেলানিক ক্লাউড পৃথিবী থেকে লক্ষ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং এটি হাজার আলোকবর্ষ বিস্তৃতজ্যোতির্বিজ্ঞানীদের ধারণা, ম্যাজেলানিক ক্লাউডগুলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সি তৈরী হওয়ার সময়ই তৈরী হয়েছিল,প্রায় ১৩ বিলিয়ন বছর আগে

ম্যাজেলানিক ক্লাউডগুলো আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিকে ১৫০০ মিলিয়ন বছরে একবার এবং ৯০০ মিলিয়ন বছরে একে অপরকে প্রদক্ষিণ করে

আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সিসহ ক্লাউডস

আমাদের মিল্কিওয়ে গ্যালাক্সির তুলনায় ম্যাজেলানিক ক্লাউডে প্রচুর গ্যাসীয় পদার্থ থাকলেও হিলিয়ামের চেয়ে বেশি ভরের গ্যাসীয় পদার্থের উপস্থিতি একেবারেই কমতাই এখানে তারা তৈরীও হচ্ছে অনেক কম সংখ্যায়এর ফলে ম্যাজেলানিক ক্লাউডে তারার উপস্থিতির পরিমাণ মিল্কিওয়ে গ্যালাক্সির তুলনায় অনেক কমতবে ক্লাউডগুলোতে কিছু স্টার ক্লাস্টার রয়েছে

LMC তে নক্ষত্র গঠনের অঞ্চল- Hubblesite

পাশাপাশি এতে কিছু প্রাচীন তারাও রয়েছে যেমন R136a1,যেটি সূর্যের চেয়ে ২৬৫ গুণ বড় যা আমাদের মহাবিশ্বের অন্যতম বড় একটি নক্ষত্র

R136a1 নক্ষত্র -Wikipedia

জ্যোতির্বিজ্ঞানীরা অনুমান করেছেন লার্জ ম্যাজেলানিক ক্লাউডে প্রায় ৩০ বিলিয়ন এবং স্মল ম্যাজেলানিক ক্লাউডে প্রায় বিলিয়ন তারার উপস্থিতি রয়েছে ম্যাজেলানিক ক্লাউডের এমন আকৃতির মূল কারণ আমাদের মিল্কিওয়ের গ্রাভিটেশনাল ইফেক্ট যা তাদেরকে এমন অনিয়মিত আকার দিয়েছে

ট্যারান্টুলা নেবুলা-NASA

ম্যাজেলানিক ক্লাউডগুলো বিজ্ঞানীদের সক্রিয় নাক্ষত্রিক গঠন ও বিবর্তন সম্পর্কে জানার এক গুরুত্বপূর্ণ উৎস যেমন এতে অবস্থিতট্যারান্টুলা নেবুলাহলো একটি বিশাল আয়নিত-হাইড্রোজেন অঞ্চল যেখানে অনেক অল্পবয়সী উষ্ণ তারা রয়েছে যা আমাদের গ্যালাক্সির প্রতিবেশীদের(Local group) মধ্যে সবচেয়ে বড় আয়নিত গ্যাসীয় অঞ্চলআবার শুধু ম্যাজেলানিক ক্লাউডই নয়, পাশাপাশি আরো ডজনখানেক বামন গ্যালাক্সি(Dwarf Galaxy) আমাদের গ্যালাক্সিকে প্রদক্ষিণ করে চলেছে এবং আমাদের সঙ্গ দিচ্ছে।


লার্জ ম্যাজেলানিক ক্লাউডের ম্যাপ





সূত্রঃ নাসা,উইকিপিডিয়া,হাবলসাইট



Cosmophysics-Bangladesh

Hi,i am an astronomy enthusiast and a student of Astrophysics.In this site,you can find articles about Physics,Astronomy,Astrophysics and Cosmology in bangla.

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন